সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

বিজ্ঞাপনে নারীকে দেখানো হলো ‘গরু রূপে’! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ১০৭ বার পড়া হয়েছে

বিজ্ঞাপনে নারীকে দেখানো হলো ‘গরু রূপে’! (ভিডিও)

বিজ্ঞাপনে নারীকে দেখানো হলো ‘গরু রূপে’!

নারীদের গরু হিসেবে দেখানো হয়েছে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় দুগ্ধ ব্র্যান্ডের একটি বিজ্ঞাপনে। ওই বিজ্ঞাপনের জন্য ক্ষমা চাইতে বাধ্য হয়েছে ওই ব্র্যান্ডটি। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিউল মিল্ক নামে ওই বিজ্ঞাপনের প্রোমোতে দেখা গেছে, নির্জন একটি মাঠে ঘুরে বেড়াচ্ছে একদল তরুণী।তাদের যোগব্যায়াম করতেও দেখা যায়। এর পর দেখা যায় ক্যামেরা হাতে এক যুবক গোপনে ওই নারীদের ভিডিও ধারণ করছেন। তখন এক পুরুষ কণ্ঠকে বলতে শোনা যায়, অবশেষে আমরা বিশুদ্ধ  জায়গা থেকে তাদের ক্যামেরায় ধারণ করতে সক্ষম হয়েছি।

হঠাৎ ওই যুবকের পা লেগে একটি শুকনো ডাল ভাঙার  শব্দ হয়। ওই তরুণীরা শব্দের উৎসের দিকে ঘুরে তাকান। এরপর পর্দায় দেখা যায়, তরুণী নয় মাঠে একদল গরু। চোখের পলকে তরুণীদের গরু হয়ে যেতে দেখে ওই যুবক হতবাক হয়ে যান।

এরপর বিজ্ঞাপনের শেষে একই কণ্ঠ বলতে থাকেন, পরিষ্কার পানি, অর্গানিক খাদ্য, ১০০% বিশুদ্ধ সিউল দুধ। চেওংইয়াংয়ের মনোরম প্রকৃতিতে একটি অর্গানিক খামার থেকে সংগৃহীক অর্গানিক দুধ।

এদিকে, ওই ভিডিও নিয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হওয়ায় সেটা ইউটিউব থেকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ।  তবে ভাইরাল ওই ভিডিওটি ইউটিউবে ফের আপলোড করেছেন নেটিজেনরা।

সমালোচনা শুধু নারীদের গরুরূপে দেখানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বিজ্ঞাপনে লিঙ্গ বৈষম্য ও গোপনীয়তা লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগও তোলা হয়েছে।

অনেকেই ওই যুবকের গোপনে ভিডিও ধারণ করাকে দক্ষিণ কোরিয়ার অন্যতম সমস্যা ‘মোলকার’ সঙ্গে তুলনা  করেছেন। দক্ষিণ কোরিয়ায় গোপনে কারো ছবি বা ভিডিও ধারণ করে নেটমাধ্যমে সবার জন্য পোস্ট করার চর্চাকে বলা হয় মোলকা।

এদিকে, ওই বিজ্ঞাপনের প্রোমোর জন্য ক্ষমা চেয়ে সিউল মিল্কের প্যারেন্ট কোম্পানি সিউল ডেইরি কোওপারেটিভ অনলাইনে এক পোস্টে বলেছেন, গত মাসের ২৯ প্রচারিত দুধের বিজ্ঞাপনে যারা অস্বস্তি বোধ করেছেন তাদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমরা এই বিষয়টিকে গুরুত্ব সহকারে গ্রহণ করছি। এ ব্যাপারে আমরা একটি অভ্যন্তরীণ পর্যালোচন করব। এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য সতর্ক থাকব আমরা। এই ঘটনায় আমরা মাথা নত করে ক্ষমা প্রার্থনা করছি।

Please Share This Post in Your Social Media

এ বিভাগের আরো সংবাদ