সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন

সাংসদ মোছলেমকে সাবধান করে চিঠি দিল নির্বাচন কমিশন: আচরণবিধি ভঙ্গের অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৪ বার পড়া হয়েছে

সাংসদ মোছলেমকে সাবধান করে চিঠি দিল নির্বাচন কমিশন:
আচরণবিধি ভেঙে নির্বাচনী প্রচারে যাওয়ার অভিযোগ
.
চট্টগ্রামের সাংসদ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদকে সতর্ক করে দিল নির্বাচন কমিশন।

শনিবার (২৫ ডিসেম্বর) বোয়ালখালী-চান্দগাঁও আসনের এই সাংসদকে নির্বাচন সচিবালয় থেকে চিঠি পাঠিয়ে সতর্ক করে দেওয়া হল। তবে মোছলেম উদ্দিন বোয়ালখালী না থাকায় তার পক্ষে ওই চিঠি গ্রহণ করেছেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী।

মোছলেমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে।

সর্বশেষ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বোয়ালখালীর আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল মনোনীত প্রার্থী মনছুর আলমের পক্ষে প্রচারণায় অংশ নিতে গিয়ে মোছলেম উদ্দিন আহমেদ স্বতন্ত্র প্রার্থীর উদ্দেশ্যে হুমকি দেন এই বলে— ‘ভোটের দিন আমি থাকব, কার কতটা কেশ আছে, আমি দেখে নেব।’

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে মোছলেম উদ্দিন আহমেদকে নির্বাচনী প্রচারে অংশ না নিতে বলার পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারে সাংসদদের অংশগ্রহণে যেসব বিধিনিষেধ রয়েছে, তাও উল্লেখ করা হয়েছে।

বোয়ালখালীর সাতটি ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। (চট্টগ্রাম প্রতিদিন)

Please Share This Post in Your Social Media

এ বিভাগের আরো সংবাদ