সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমণের বিশ্বরেকর্ড, আক্রান্ত ১১ লাখ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৬১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমণের বিশ্বরেকর্ড, আক্রান্ত ১১ লাখ

linkedin sharing button
যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমণের বিশ্বরেকর্ড, আক্রান্ত ১১ লাখ

যুক্তরাষ্ট্রে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে মহামারী করোনাভাইরাস।

সোমবার দেশটিতে করোনা সংক্রমণের বিশ্বরেকর্ড হয়েছে। এদিন যুক্তরাষ্ট্রে ১১ লাখ ৩০ মানুষ নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর আরব নিউজের।

এর আগে দেশটিকে করোনা সংক্রমণের বিশ্বরেকর্ড হয় গত ৩ জানুয়ারি। এদিন যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হন। এর মধ্য দিয়ে প্রথমবারের কোনো দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়ায়।

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ভয়াবহ বিস্তারে দেশটির এ নাস্তানাবুদ অবস্থা।

গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে গড়ে দৈনিক ৭ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত দুই সপ্তাহের মধ্যে সোমবারই সবচেয়ে বেশি করোনা রোগী  হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিন মোট ১ লাখ ৩৫ হাজার করোনা রোগী হাসপাতালে ভর্তি হন। এর আগে গত বছরের জানুয়ারিতে একদিনে ১ লাখ ৩২ হাজার ৫১ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এদিকে সোমবার করোনার টিকা উৎপাদনকারী মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের সিইও বলছেন, ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য বিশেষ করোনার টিকা প্রস্তুত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী মার্চ নাগাদ এটি বাজারে পাওয়া যেতে পারে।

Please Share This Post in Your Social Media

এ বিভাগের আরো সংবাদ