প্রবীণ আলেম আল্লামা নুরুল ইসলাম আনসারী (রহ.) আর নেই!
আল আমিন বারীয়া কামিল মডেল মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস ও হাজারো আলেমের ওস্তাদ, লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ, মসলকে আলা হজরতের আযীম খেদমতগার আল্লামা নুরুল ইসলাম আনসারী রেজভী আলকাদেরী (রহ.) আর নেই। দীর্ঘ দিন অসুস্থতাজনিত চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ ৮ জানুয়ারী ২০২২ শনিবার সকাল ৭ টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। ইন্তেকাল কালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা নাতি-নাতনীসহ অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে যান।
আজ বিকেল ৪ টায় চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার নয়া দিঘীর পাড়ে বাদে আসর মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে তাঁর ইন্তেকালে সুন্নী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পৃথক পৃথক শোকবার্তা দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, আনজুমানে রাহমাতুল্লিল আলামীন ট্রাস্ট, আল-আমিন বারীয়া কামিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রী, গাউসিয়া কমিটি বাংলাদেশসহ সুন্নী বিভিন্ন দরবার, রাজনৈতিক ও সামাজিক নেতৃবর্গ। শোকবার্তায় নেতৃবর্গ তাঁর মাগফিরা কামনাসহ কর্মময় জীবন আলোচনা করেন ও আল্লাহ পাকের নিকট তার জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন।