পাঁচ দফা দাবিতে জাতিসংঘ আবাসিক প্রতিনিধির কাছে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ এর স্মারকলিপি পেশ

———————————–
পাঁচ দফা দাবিতে জাতিসংঘ আবাসিক প্রতিনিধির কাছে স্মারকলিপি পেশ করতে আগারগাঁও জাতিসংঘ আবাসিক প্রতিনিধির কার্যালয় এবং বর্বর আগ্রাসী দখলদার ইজরাইলি সন্ত্রাসী সৈন্যবাহিনী কর্তৃক আক্রমণের শিকার নিরীহ মজলুম ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা জানানোর জন্য ঢাকা বারিধারা ফিলিস্তিন দূতাবাসে আহলে সুন্নাত প্রতিনিধিদল। আহলে সুন্নাত নেতৃবৃন্দ অনেকভাবে ঔষধ কিংবা অন্য কোনো উপায়ে ফিলিস্তিনিদের সহযোগিতা করার জন্য রাষ্ট্রদূত ‘ইউসুফ এস ওয়াই রমাদানে’র কাছে আগ্রহের কথা জানালে তিনি বলেন, এখান থেকে ঔষধ কিংবা অন্যান্য সামগ্রী পাঠানোর ক্ষেত্রেও বড় ধরনের আয়োজন করতে হয়। তাই আপাতত আপনাদের সমর্থনই আমাদের বড় উপহার। কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তিনি পরবর্তীতে আহলে সুন্নাত প্রতিনিধিকে জানাবেন বলে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। উল্লেখ্য যে, স্মারকলিপির একটা কপিও নেতৃবৃন্দ মাননীয় রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন।
নির্বাহী মহাসচিব উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশেম ফজলুল হক সাহেবের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, সম্মানিত প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে যথাক্রমে সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী, আলহাজ্ব মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আনিসুর রহমান, বিভাগীয় সাংগঠনিক সচিব ড. মাওলানা নাসির উদ্দিন প্রমূখ।