সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

কাতারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করল সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৬১ বার পড়া হয়েছে

সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন, কাতারের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রীতি সমাবেশ ২০২১ সম্পন্ন।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এবার আমাদের বিজয়ের ৫০ বছর পেরিয়ে ৫১-তে পদার্পণের দিন। স্বাধীন বাংলাদেশের মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী আজ। পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে মুক্তিকামী মানুষ ১৯৭১ সালের এই দিনে অর্জন করেছিল বিজয়। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের পর বাংলার মুক্তিকামী মানুষ এই দিনটিতে বিজয়ের স্বাদ গ্রহণ করেছিল। স্বাধীনতা অর্জনের মাধ্যমে গণতন্ত্রের চেতনা পূর্ণতা পেয়েছিল আজকের এই দিনে। অগণিত মানুষের আত্মত্যাগ আর সীমাহীন কষ্টের প্রহর কেটে নতুন সূর্যোদয় ঘটেছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। বিজয়ের এই দিনটি অনাড়ম্বর পরিবেশে উদযাপনের জন্য মধ্যপ্রাচ্যের জনপ্রিয় মানবিক সংগঠন সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন কাতারের উদ্দ্যোগে গত ১৭ ডিসেম্বর রোজ শুক্রবার রাজধানী দোহার একটি অভিজাত হোটেলে আয়োজন করা হয় প্রীতি সমাবেশ।

সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত) মুহাম্মদ এরশাদুল আলম এর সভাপতিত্বে পবিত্র ফাতেহা ইয়াযদাহুম, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন, কাতারে বিজয় দিবস ও সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন এর ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই জাঁকজমকপূর্ণ প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন কাতার গাউসিয়া কমিটির সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ মোসাদ্দেকুর রহমান। তিনি বলেন একটি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। জাতির বীর সন্তানদের আত্মত্যাগ ও বীরত্বের মধ্য দিয়ে স্বপ্নের বিজয় অর্জিত হয়েছিল ১৯৭১ সালে। বীর সন্তানরা জাতিকে উপহার দিয়েছিলো একটি স্বাধীন-সার্বভৌম ভূ-খন্ড, একটি মানচিত্র, একটি পতাকা। শুরু হয়েছিল গণতান্ত্রিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সমৃদ্ধ স্বাধীন-সার্বভৌম আত্মমর্যাদা সম্পন্ন স্বপ্নযাত্রার। রক্ত সাগরে অর্জিত প্রিয় মাতৃভূমি ৫০টি বছর পূর্ণ করেছে। কিন্তু সে স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। আমাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ আবু তালেব, নাজমুল আলম পারভেজ, প্রকৌশলী লিয়াকত, জনাব মুহাম্মদ সরোয়ার আলম, গাউসিয়া কমিটি কাতার শাখার যুগ্ম সম্পাদক আবুল হাসনাত, আর টিভি কাতার প্রতিনিধি ই এম আকাশ, কাতার বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চু ।এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি মুহাম্মদ ওসমান গণি, সাধারণ সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, মুঘলিনা শাখা সভাপতি মুহাম্মদ ইব্রাহিম, শাহনিয়া শাখা সভাপতি মুহাম্মদ খোরশেদ আলম,সানাইয়া-মুররা শাখা সভাপতি মুহাম্মদ আরমান, মাইজার শাখার সদস্য সচিব মুহাম্মদ ওসমান।

সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুহম্মদ নাঈম নাহিদের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ধর্মীয় সম্পাদক মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম আলকাদেরী। তিনি বলেন বাংলাদেশের এই ৫০ বছরের অর্জন অনেক এবং প্রবাসীরাও এই অর্জনের অংশীদার। তিনি বর্তমান বিমান টিকিটের উধ্ধগতি নজরদারি করার জন্য সরকারের প্রতি আহবান জানান। বিগত ৪ বছরে সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের নানা মানবিক কার্যক্রমে সহযোগীতার ভূয়সী প্রসংশা করেন বক্তাবৃন্দ। অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক মাহমুদুল হক মনজু,পরিকল্পনা সম্পাদক সাজ্জাদুল হক আরফান, কাসেম ফরায়েজি, ফকরুল আলম সহ প্রমুখ।

পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া, মিলাদ ও সদ্য সড়ক দূর্ঘটনায় আহত সানাইয়া-মুররা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ রিয়াদের দ্রুত সুস্থতা কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্টান সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

এ বিভাগের আরো সংবাদ