সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন

আফগানিস্তানকে আরো ৩০ কোটি ৮ লাখ ডলারের মানবিক সহায়তা দিবে যুক্তরাষ্ট্র

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১২৭ বার পড়া হয়েছে

আফগানিস্তানকে অতিরিক্ত ৩০ কোটি ৮ লাখ ডলারের মানবিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। তালেবান ক্ষমতায় আসার পর সব মিলিয়ে আফগান উদ্বাস্তুদের জন্য প্রায় ৭৮ কোটি ৮২ লাখ ডলারের মানবিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানকে আরও ১০ লাখ ডোজ করোনার টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে আফগানিস্তানে ৩৩ লাখ ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পাঠানো সহায়তাগুলো মানবাধিকার সংস্থাগুলোর মাধ্যমে পাঠানো হবে। এই অর্থ দিয়ে উদ্বাস্তুদের আশ্রয় প্রকল্প, খাদ্য, পানি ও স্বাস্থ্য সেবায় খরচ করা হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হচ্ছে, আফগানিস্তানে ২ কোটি ৩০ লাখ মানুষ তীব্র ক্ষুধায় ভুগছে। প্রায় ৯০ লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে আছে। সূত্র : রয়টার

Please Share This Post in Your Social Media

এ বিভাগের আরো সংবাদ