সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৭০ বার পড়া হয়েছে
আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নাহারুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন উভয়পক্ষের আরো সাতজন।

আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

মঙ্গলবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নাহারুল ইসলাম বাওট গ্রামের গ্রামের কুরু বিশ্বাসের ছেলে।

আহতদের মধ্যে নাহারুল ইসলামের প্রতিপক্ষ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম কালু (৫৫), তার ভাই সাবেক মেম্বার মহিবুল হক (৬০), অপর ভাই হামিদুল হক (৫০) আহত হয়েছেন। গুরুতর আহত কালুকে বামুন্দি থেকে মেহেরপুর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে নাহারুল ইসলামের এক ভাইসহ আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত নাহারুল ও কালু মিয়া গ্রুপের মধ্যে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। মরদেহ রাতে গাংনী থানা হেফাজতে দিয়েছে পরিবারের লোকজন।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ বিভাগের আরো সংবাদ