আজ ঢাকায় বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় কাউন্সিল; উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান-মহাসচিব
.
মুহাম্মদ ফরিদুল ইসলাম, চ্যানেল এসএফ:
আজ ২৪ ডিসেম্বর’২১ ইংরেজি শুক্রবার বিকাল ৩ টায় বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় দ্বি-বার্ষিক কাউন্সিল ঢাকাস্থ ফেনী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
বর্তমান যুবসেনা সভাপতি যুবনেতা গোলাম মাহমুদ ভূঁইয়া মানিকের সভাপতিত্বে অনুষ্ঠেয় কাউন্সিলে প্রধান অতিথি থাকবেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান জননেতা আল্লামা এম.এ মান্নান। প্রধান বক্তা থাকবেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব জননেতা আল্লামা এম.এ মতিন। বিশেষ অতিথি হিসেবে ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়ামবৃন্দ উপস্থিত থাকবেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও কাউন্সিল উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান প্রস্তুতি কমিটির আহ্বায়ক যুবনেতা অধ্যক্ষ মোহাম্মদ আখতার হোসেন চৌধুরী। তিনি বলেন, ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সারাদেশ থেকে জেলা প্রতিনিধিরাও ঢাকায় উপস্থিত হয়েছেন। এ উপলক্ষে প্রকাশ করা হচ্ছে ‘বিজয় ধ্বনি’ নামক আকর্ষণীয় স্মারক।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আহলে সুন্নাত ওয়াল জমা’আত এর আদর্শে যুবসমাজকে সঠিক পথের দিশা দিতে ও যুবকদের দেশ-জাতির গড়ার আদর্শিক শক্তিতে রূপান্তর করতে বাংলাদেশ ইসলামী যুবসেনাকে প্রতিষ্ঠা করা হয়েছে। ১৯৮৪ সালের ১৩ নভেম্বর এ সংগঠনটি যাত্রা হয়। তখন প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন, কাজী মঈনুদ্দীন আশরাফী। যিনি বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের চেয়ারম্যান ও ছোবহানিয়া আলীয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদিস। পরবর্তীতে সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকার পর বর্তমানে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের অঙ্গসংগঠন রূপে যুবসেনা আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করে আসছে ২০১৪ সালের ২১ জুন থেকে। সংগঠনটি বর্তমানে দেশব্যাপী বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ছাত্ররাজনীতি থেকে বিদায় গ্রহণ পরবর্তী প্রায় নেতাকর্মী যুবসেনায় যুক্ত হন। যুবনেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, গতানুগতিক যুবরাজনীতির বিপরীতে বাংলাদেশ ইসলামী যুবসেনা দেশের আপামর যুবকদের আদর্শিক প্লাটফরম হিসাবে যুক্ত হয়ে মাযহাব-মিল্লাতের রক্ষায় এবং সুষ্ঠু, সুন্দর ও সমৃদ্ধ দেশগড়ার কাজ করবেন।