
হিজরি চতু্র্থদশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেযা খান বেরলভী (রহ.) এর ১০৬ তম ওফাত বার্ষিকী উপলক্ষে আগামীকাল ২ নভেম্বর ২৪ ইংরেজি শনিবার কুড়িল বিশ্ব রোডস্থ আন্তর্জাতিক বসুন্ধরা কনভেনশন (গুলনকশা) মিলনায়তনে “ইমামে আযম ও আলা হযরত গবেষণা পরিষদের উদ্যোগে আলা হযরত কনফারেন্স অনুষ্ঠিত হবে।
এতে দেশ ও বিদেশের বরেণ্য ইসলামিক স্কলারগণ আলোচনায় অংশগ্রহণ করবেন। উক্ত কনফারেন্স সফলে সংগঠনের আহবায়ক মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের নেতৃত্বে সার্বিক আয়োজন সম্পন্ন হয়েছে।