সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

অধিকাংশ থানায় ফের কার্যক্রম শুরু

মুহাম্মদ ফরিদুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

 

শনিবার (১০ আগস্ট) বিকেল ৩টা পর্যন্ত সারাদেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার পুলিশ হেডকোয়াটার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মহানগরীর ১১০টি থানার মধ্যে ৮৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে। সেই হিসেবে এখনও ১০১টি থানার কার্যক্রম শুরু হওয়া বাকি রয়েছে।

গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের অনেক থানায় হামলা এবং পুলিশ সদস্য নিহতের ঘটনা ঘটে। ছাত্র-জনতার আন্দোলন ঘিরে এর আগেও এমন ঘটে। সৃষ্ট পরিস্থিতিতে সোমবার থেকে কার্যত দেশের থানাগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর ধীরে ধীরে থানাগুলোতে কার্যক্রম শুরু হতে থাকে।

Please Share This Post in Your Social Media

এ বিভাগের আরো সংবাদ